May 3, 2025, 3:38 pm

শিরোনামঃ
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস পালিত- শহীদ রইস উদ্দিনকে মব সৃষ্টির মাধ্যমে হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ- জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মহান মে দিবস- সাতক্ষীরা ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণ অনুষ্ঠিত হয়েছে। ভুরুলিয়া চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু। আশাশুনির বুধহাটায় সুধী ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল। নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।  পোমরা জামায়াতে ইসলামী বিভিন্ন ইউনিটে মাহফিল অনুষ্ঠিত। বিএনপি আরো অনেক আগে ৩১ দফা দিয়ে সংস্কারের পথ দেখিয়েছে । শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। নূরনগর নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু।  শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি চাষাবাদের জন্য প্রশিক্ষন সম্পন্ন। । কালিগঞ্জে রমজান উপলক্ষে বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত । সুপেয় পানি নিশ্চিত করা এবং সরকারী পুকুর ও খাল উন্মুক্ত করণে র‍্যালী ও মানববন্ধন। আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের যোগদান। আশাশুনির গাজীপুরে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাছ লুটের অভিযোগ।। থানায় অভিযোগ দায়ের । সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে – মাওলানা রফিকুল ইসলাম খান।  উৎসর্গ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ইফতার সামগ্রী বিতরণ। শ্যামনগরে হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন।

ইমন-আফিফের ব্যাটে ঢাকাকে হারিয়ে শীর্ষ চারে খুলনা

স্পোর্টস ডেস্ক

আগে ব্যাট করে ভালো সংগ্রহ পায়নি হারের বৃত্তে আটকে থাকা দুর্দান্ত ঢাকা। কোনোমতে লড়াই করার পুঁজি পেলেও বোলারদের ব্যর্থতায় ডুবলো তারা।
অন্যদিকে পারভেজ হাসান ইমন ও আফিফ হোসেনের দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে ভর করে সহজ জয়ে শেষ চারে যাওয়ার লড়িয়ে টিকে রইলো খুলনা টাইগার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ২০২৪ বিপিএলের ৩৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ও খুলনা। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রানের লক্ষ্য দিতে পারে ঢাকা। জবাবে ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার আনামুল হক বিজয়ের উইকেট হারায় খুলনা। ঢাকার পেসার শরিফুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন খুলনার অধিনায়ক বিজয়। আরেক ওপেনার এভিন লুইসকেও (৪) ফেরান শরিফুল। তবে পরের তিন ব্যাটারই পান রানের দেখা।

ইমন ও শাই হোপ মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৯ রান। ইমন ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে লঙ্কান বোলার চতুরাঙ্গা ডি সিলভার শিকার হন। শাই হোপ দলকে ৯৯ রানে রেখে তাসকিন আহমেদের বলে চতুরাঙ্গার হাতে ক্যাচ তুলে দেন। তার ব্যাট থেকে আসে ২৮ বলে ৩২ রানের ইনিংস।

খুলনার সহজ জয়ে বড় ভূমিকা রাখেন আফিফ। মাত্র ২১ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। ঝোড়ো ইনিংসটি ২টি চার ও ৪টি ছক্কায় সাজান তিনি। ১৫তম ওভারে তাকে রেখে মাহমুদুল হাসান জয় (২) দ্রুত ফিরলেও আফিফের ব্যাটে জয় পেতে সমস্যা হয়নি খুলনার।

ঢাকার হয়ে বল হাতে ২টি করে উইকেট পান শরিফুল ও তাসকিন।

এর আগে ঢাকার শুরুটা ভালো করতে পারেননি নাঈম শেখ। মাত্র ৫ রানে তিনি উইকেট হারান পারনেলের বলে। পরের বলেই বিদায় নেন সাইফ হাসান। আরেক ওপেনার অ্যাডাম রসিংটন কিছুক্ষণ লড়লেও ১৮ রানের বেশি করতে পারেননি। চারে নামা অ্যালেক্স রস কিছুক্ষণ থিতু হন। কিন্ত ২৫ করে রান আউট হন তিনি। একই রানে বিদায় নেন ইরফান শুক্কুরও।

শেষদিকে অধিনায়ক মোসাদ্দেক হোসাইনের ব্যাট থেকে কিছু রান আসে। ২৩ বলে তিনি করেন ২৬ রান। ১১ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন চতুরাঙ্গা ডি সিলভা।

খুলনা টাইগার্সের হয়ে দারুণ বোলিং করেন পারনেল। ৪ ওভারে ১৯ রান খরচায় তিনি নেন ৩ উইকেট। সমান উইকেট পান মুকিদুল ইসলামও। তিনি খরচ করেন ১৮ রান।

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো খুলনা। সমান পয়েন্ট ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। তবে এই দুই দল খুলনার চেয়ে একটি করে কম ম্যাচ খেলেছে। আর ১১ ম্যাচে ১০ম হারে ২ পয়েন্ট পাওয়া ঢাকা রইলো তলানিতেই। ৬ পয়েন্ট নিয়ে তাদের একধাপ উপরে সিলেট স্ট্রাইকার্স।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১