সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি, তাং ২৮ জুন ২০২৫ খ্রী.
শনিবার (২৮ জুন/২৫ খ্রী.) সকাল ১১টায় শহরের জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর নীচে ঢাকা- জামালপুর মহাসড়কে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
Global Day of Action এর আওতায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র আয়োজনে অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সংবাদিক ও কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড, জামালপুর জেলা শাখার সভাপতি এমএইচ মজনু মোল্লা।

সমাজ উন্নয়ণ ও প্রশিক্ষন কেন্দ্র (এসপিকে) ‘র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মুক্তজীবন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ছামিউল ইসলাম, সাংবাদিক এমদাদ মিলন, সমাজকর্মী আফরোজা পারভিন, এসডিওর সদস্য মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
বক্তরা বলেন বাংলাদেশ বিশ্বে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন ও লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য ও জীবিকা হুমকির মুখে ফেলেছে। দক্ষিণাঞ্চল, বরেন্দ্র অঞ্চল ও উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা দাবী করেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদানভিত্তিক তহবিল প্রদান করতে হবে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য প্রযুক্তিগত সহায়তা ও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে , প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অভিযোজনমূলক প্রকল্পে অর্থায়ন বাড়াতে হবে, উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে বাধ্য করতে হবে।
এর আগে “ঋণ নয়, জলবায়ু তহবিল চাই“ বিষয়ক কী-নোট উপস্থাপন করেন, তন্ময় ফারহান জিদান।
মানববন্ধনে বিভিন্ন পেশাজীবি সংগঠন, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন এনজিওর সদস্যগন অংশগ্রহন করেন।