মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওলামাদল জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে শহরের স্টেশন বাজারস্হ জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, এড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা কাজী মশিউর রহমান, সম্মানিত সদস্য, ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি মাওলানা মো: গোলাম রব্বানী, আহ্বায়ক, জাতীয়তাবাদী ওলামা দল, জামালপুর জেলা শাখা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মাওলানা আব্দুর রহিম রাশেদী, সদস্য সচিব, জাতীয়তাবাদী ওলামা দল জামালপুর জেলা শাখা

আলোচনা সভা পরবর্তী এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তমালতলা মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জামালপুর সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক, এবিএম মাসউদুর রহমান শিবলী সহ ওলামা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ওলামা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমান দুঃশাসন, অন্যায়-অবিচার থেকে দেশকে মুক্ত করতে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিএনপির নেতাকর্মীদের মতোই জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে সকলের সুস্বাস্থ্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।