মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | জামালপুর |তাং ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রী.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জামালপুরে দোয়া, আলোচনা সভা ও বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দীর্ঘ প্রবাস জীবন শেষে তাঁর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর সদর উপজেলা ও শহর বিএনপির যৌথ ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত মঈনউদ্দীন-ফখরুদ্দিন সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ সময় তাঁকে প্রবাসে থাকতে হয়েছে। সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আলোচনা সভা শেষে একটি বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান আহমেদ খান লোটন-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান সজীব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি, সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জামালপুর সদর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহিদুল হক খান দুলাল, মোঃ লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন বাহাজ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন মিলন।
এছাড়াও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দল, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, ওলামা দল, জাসাস, কৃষক দল ও মৎসজীবী দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ মিছিলে সশরীরে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এক বড় বিজয়। ২৫ ডিসেম্বরের ঐতিহাসিক এই মুহূর্তকে বরণ করে নিতে জামালপুর জেলা বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।