রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ৩০ অক্টোবর ২০২৫ খ্রী.
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আয়নাল হকের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা বেগম দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন। স্বামী ছয় বছর আগে মারা যান। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা স্বামীর বাড়িতেই থাকেন। একমাত্র ছেলে চাকরির কারণে ঢাকায় অবস্থান করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে জাহানারা বেগমের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা টিনের ঘরের ফাঁক দিয়ে উঁকি দেন। এসময় তারা তাকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “ঘরের ভেতরে বৃদ্ধার মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”