সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ১৬ জুলাই ২০২৫ খ্রী.
“শিক্ষার সর্বোত্তম সুরক্ষায় আমাদের অঙ্গীকার”— সম্মিলিত উদ্যোগে শিশুকিশোরদের সুরক্ষার বার্তা
জামালপুরে বাল্যবিবাহ ও মাদকসেবনের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে অনুষ্ঠিত হলো এক বিশেষ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ।
‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত – বাল্যবিবাহকে না বলুন’—এমন প্রত্যয় নিয়ে এই সমাবেশের আয়োজন করে জেলা শিশু কল্যাণ এডভোকেসি নেটওয়ার্ক।
সমাবেশে সহযোগিতা করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জামালপুর এরিয়া প্রোগ্রাম, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
বক্তব্যে তাঁরা বলেন, শিশুদের সুরক্ষা এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া, জামালপুর ভেন্যুতে এই সমাবেশে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়, যা তাদের পরিবেশ সচেতনতার উন্নয়নে ভূমিকা রাখবে।
পরবর্তীতে উপজেলা প্রশাসন জামালপুর এর উদ্যোগে ইউএনও জিন্নাত শহীদ পিংকি’র সভাপতিত্বে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক র্যালি, মশক নিধন অভিযান এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি ডিবি, জামালপুর, উপজেলা ভূমি অফিসার, সদরের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি ও জামালপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী।