সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ১০ আগস্ট ২০২৫ খ্রী.
জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট/২৫ খ্রী.) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক দুইবারের সফল পৌর মেয়র, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সদর-৫ আসনের ধানের শীষ প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া জননন্দিত নেতা এ্যাড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা ও রাজপথের লড়াকু সৈনিক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।

শহর বিএনপি জামালপুর জেলা শাখার আয়োজনে উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপি ও শহর বিএনপি ‘র অধীনস্থ (১৬টি) ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়েরস ম্মানীত নেতৃবৃন্দ ।