সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি | ১৮ জুলাই ২০২৫ খ্রিঃ
জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে নাশকতার অভিযোগে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, তানিয়া আফরিন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং আইনগত প্রক্রিয়া চলমান।
এ ঘটনায় এখনো যুব মহিলা লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।