মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি | ১৬ জুলাই ২০২৫ খ্রিঃ
জামালপুরে র্যাব-১৪ এর একটি বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৭০ হাজার টাকা বলে র্যাব সূত্রে জানা গেছে।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২) এবং একই উপজেলার গামারিয়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে মো. আবুল খায়ের (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়। সেখানে চিহ্নিত মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি জিলেট ব্লেড উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত পণ্য ভারত থেকে সীমান্তবর্তী বকশীগঞ্জ এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনা হয় এবং ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, “অবৈধ পণ্য পাচার রোধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।”