মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | ৩১ আগস্ট ২০২৫ খ্রী.
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বুপ্রেনরফিনযুক্ত ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জামালপুর।
রবিবার (৩১ আগস্ট) বেলা ১২.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর জেলা কার্যালয়,জামালপুর সহকারী পরিচালক জনাব মো.আব্দুল হালিম রাজ এর নেতৃত্বে তার চৌকোস টিম জামালপুর সদর থানার পাথালিয়া বড় বাড়ী এলাকাস্থ মোঃ খালেদ হাসান ওরফে রাসেল (৩৯)-এর নিজ দখলীয় বসতঘর তল্লাশি চালিয়ে ১০৬ (একশত ছয়) এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশন উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনার পর উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।