মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি | ২৯ জুন ২০২৫ খ্রি.
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছে নেতাকর্মীরা।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস. এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের স্বাক্ষরে ঘোষিত কমিটিতে নূরুল মোমেন আকন্দ কাওছারকে আহ্বায়ক ও মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে রবিবার (২৯ জুন) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি মানবিক, উন্নত ও ন্যায়ের রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে। নতুন এই কমিটির নেতৃত্বে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও সক্রিয় ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “নূরুল মোমেন কাওছার ও মঞ্জুরুল করিম সুমন দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আশা করি, তারা সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যারা ব্যানার-ফেস্টুন, স্লোগান ও মিছিলের মাধ্যমে নতুন কমিটিকে উষ্ণ শুভেচ্ছা জানান।