রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ১ নভেম্বর ২০২৫ খ্রী.
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা সমবায় অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান এবং জেলা সমবায়ের উপ-সহকারী নিবন্ধক আতিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।