সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
আবারও সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক এড. শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন |
নিজস্ব প্রতিবেদক | জামালপুর | ২৩ আগস্ট ২০২৫ খ্রী.
দীর্ঘ ৯বছর পর উৎসবমুখর পরিবেশে শনিবার (২৩ আগস্ট) জামালপুর জেলা বিএনপির সম্মেলন বেলটিয়া লুইস ভিলেজের সামনে অনুষ্ঠিত হয়। হাজারো তৃণমূল নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এক ছাতার নিচে এনে জেলা বিএনপির নতুন কমিটির ১২ সদস্যের নাম ঘোষণা করেন হাবিব উন নবী খান সোহেল।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

নতুন কমিটির অন্যান্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: লোকমান আহাম্মেদ লোটন, সহ-সভাপতি: শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক: খন্দকার আসাদুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক: সাজ্জাদ হোসেন পল্টন, মুস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক: ফিরোজ মিয়া, সফিকুল ইসলাম খান সজিব, আরিফ হোসেন খান বাহাজ।

এই ঘোষণার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে এগিয়ে নিতে সবাই আস্থা প্রকাশ করেন।