সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

News Headline :
জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ার ১০ ঘণ্টা পর অটোরিক্সা চালকদের ধর্মঘট প্রত্যাহার- সিরাজদিখানে শেষ হল হা-ডু-ডু ফাইনাল খেলা; বিজয়ী তাজপুর যুব সংঘ-. জামালপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন- ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ- জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জামালপুরে অপহৃত নারী সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে উদ্ধার- জামালপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার- জামালপুরে অবৈধ ব্যাটারি পোড়ানো কারখানা— নরুন্দিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও অবকাঠামো উন্নয়নের দাবিতে বিক্ষোভ মানববন্ধন- জামালপুরে জেলা প্রাণিসম্পদ অফিসারের পরিদর্শন-

জুলাই আগষ্টে গণহত্যাকারী সরকারের দোসর ময়ুরী হিজড়ার শাস্তির দাবিতে মাদারগঞ্জ উপজেলা চত্বরে মানববন্ধন-

জামালপুর প্রতিনিধিঃ

তৃতীয় লিঙ্গ (হিজড়া) বিনতির সভাপতিত্বে আয়নাল হক এর সঞ্চালনায় মাদারগঞ্জ উপজেলা চত্বরে হিজড়া সম্প্রদায় বেলা ১২ টা ৩০ মিনিটে ময়ুরী হিজড়ার বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচিঅনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন সভাপতি বিনতি হিজড়া। তিনি বলেন, জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ুরী। তিনি বিগত দিনে স্বৈরশাসক খুনী হাসিনার দুসর। তিনি জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকার সুবাদে আ’লীগ নেতা ফারুক আহমেদ চৌধুরী ও মির্জা আজমের দোহাই দিয়ে হয়ে যান একজন বড় মাপের নেতা এই মহিলা নেএী ময়ুরী। সেই সুবাদে তিনি নানাবিধ অন্যায় ও অপকর্ম কাজ করলেও তিনি সহজেই পার পেয়ে যেতো। এই নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরী দীর্ঘ ১৫ বছর ধরে আরেকটি শহর থেকে এসে জামালপুরে স্হানীয় আওয়ামী লীগের নেতা ধরে ধীরে ধীরে হয়ে যান মাফিয়া ডন। হয়ে উঠেন বেপরোয়া। তিনি মহিলা লীগের নেত্রী হওয়ার সুবাদে স্হানীয় সকল প্রশাসন কে ম্যানেজ করে সরকারি প্লট, ত্রাণ, সমাজ সেবার সহায়তায় নিজ কমিউনিটির সদস্যদের কাছ থেকে টাকা লোপাট, চাকুরী দেয়া, মামলা থেকে রেহাই ও তদবির করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই মহিলা লীগের নেত্রী বিভিন্ন ভাবে অবৈধ ভাবে বিপুল পরিমান আয়ের উৎস থাকায় তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কয়েক কোটি টাকার মালিক সহ নামে-বেনামে রয়েছে অসংখ্য জমি ও ব্যাংক ব্যালেন্স রয়েছে । বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে প্রকাশ্যে দিবা লোকে অকথ্য ভাষায় গালাগালিজ করা এই স্বৈরাশাসক জেলা মহিলা লীগের নেত্রী ময়ুরী’র খুটির জোর কোথায়? তিনি এখনো গ্রেফতার হচ্ছে না, এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং আওয়ামী মহিলা লীগকে সু-সংঘটিত করার জন্য তলে তলে কাজ করছেন।

নাতাসা তার বক্তব্যে বলেন, বিগত স্বৈরাশাসক খুনী হাসিনার দুসর ছাত্র জনতার উপর হামলার মদদদাতা ছিলেন জুলাই /আগষ্ট গণহত্যাকারীর দোসর।তিনি পালিয়ে থেকে এখনো আমাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অসিকৃতি জানালে আমাদের তুলে নিয়ে মেরেে ফেলার হুমকি দিচ্ছে।

আয়নাল হক বলেন, আমরা আগে তাকে তার দলীয় সরকারের পাওয়ারের ভয়ে অনেক টাকা দিয়েছি, এখনো কোন শক্তির বলে সে আমাদের কাছে চাঁদা দাবি করে। আমরা ভয়ে আছি, আমরা সাংবাদিকদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে সাহায্য চাই, অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হউক। অতি দ্রুত সময়ের মধ্যে এই ভদ্র মহিলা লীগের নেত্রীকে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি পাশাপাশি তার অবৈধ ভাবে উপার্জন করা অর্থের সঠিক তদন্ত করারও দাবী জানাচ্ছি।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০