মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

News Headline :
মাদারগঞ্জে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- সিগারেটের অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা শোষণ: সরকারের নজরদারি জরুরি- জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের কুরআন খতম ও দোয়া মাহফিল- খালেদা জিয়ার স্মরণে জামালপুরে শ্রমিক দলের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল- জামালপুরে ‘কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশন’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ- মাদারগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ- জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির বিশাল স্বাগত মিছিল ও দোয়া মাহফিল- বিশ্বসেরার তালিকায় বাংলাদেশ; মোস্তাক আহাম্মেদের 1M6W এখন বিশ্বের এক নম্বর এআই ফ্রেমওয়ার্ক- জামালপুরে ক্ষতিপূরণের নামে প্রতারণা; মনিরুজ্জামান মনিরের গ্রেপ্তার দাবি ব্যবসায়ীদের- জামালপুরে মহাসড়কই এখন মাদকপথ; ১৭ লাখ টাকার ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি আটক-

“নির্মল বায়ুর দাবিতে বায়ু দূষণ রোধে জনঅঙ্গীকার: জামালপুরে স্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | তাং ৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

“নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস ২০২৫ উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হলো সচেতনতা মূলক স্বাক্ষর কর্মসূচি। দূষণমুক্ত পরিবেশের দাবিতে আয়োজিত এই ক্যাম্পেইনে নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়ে স্বাক্ষরের মাধ্যমে জনমত জানান।”

রোববার (৭সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত সময়ে শহরের ফৌজদারি মোড়ে এ্যাকশন এইড বাংলাদেশের জেট-নেট-বিডি ‘র উদ্যোগে ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সমাজ উন্নয়ণ ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), রাউডো এবং জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। তিনি তার বক্তব্যে বলেন, “বায়ু দূষণ বর্তমানে একটি জাতীয় সমস্যা। এই দূষণ রোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন ও সচেতনতা। আজকের এই স্বাক্ষর ক্যাম্পেইন সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই পরিচালিত।”

প্রত্যাশা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামীমা বেগম রুবী অনুষ্ঠানে সহমত পোষণ করে বলেন “বায়ু দূষণ নারী ও শিশুদের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলে। নির্মল বায়ু আমাদের মৌলিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠায় আমরা সকলকে একযোগে কাজ করতে হবে।”

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ছাইদা বেগম শ্যামা, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় সম্পাদক (পরিবেশ ও বন বিষয়ক) ও পরিবেশবাদী আবু সেয়েম সাদাতুল করিম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতা মোঃ আমির উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “ই-প্রেস ক্লাব” এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সাংবাদিক মোঃ আল আমিন (মুভি বাংলা), মোঃ এমদাদুল হক (সোনালী কন্ঠ)।

বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নির্মল বাযূ অন্যতম। তারা বায়ু দূষণ রোধে সরকারের গৃহীত নীতি বাস্তবায়ন ও সকল স্তরে এ বিষয়ে মনিটরিং জোরদারের দাবি করেন।

কেন্দুয়া ইয়াসিন পাড়া উন্নয়ন দল ও সোনাকাতা উন্নয়ন দলের নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিক অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের স্বাক্ষরের মাধ্যমে নির্মল বায়ুর এই দাবিতে তাদের অঙ্গীকার ও সমর্থন জানান। এই স্বাক্ষর সমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পেশ করা হবে বলে আয়োজকরা জানান।

আয়োজকরা জানান, এই কর্মসূচি ছিল এ্যাকশনএইড বাংলাদেশের জেট-নেট-বিডি’র কেন্দ্রীয়ভাবে পরিচালিত কার্যক্রমের একটি অংশ, যারা সমগ্র দেশে তরুণ,স্থানীয় পরিবেশবাদী কে সাথে নিয়ে পরিবেশ সুরক্ষার জন্য জনমত গঠন করা।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১