সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.
জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় উন্নয়ন ও মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী কর্মকর্তা বৃন্দ, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব ফয়সল মো. আতিক এবং জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব নজরুল ইসলাম।
পৌর প্রশাসক তার বক্তব্যে বলেন, “এলাকার প্রতিটি সমস্যার দ্রুত সমাধান হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কিছু কাজ হাতে নেওয়া হবে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

জামালপুর সদর থানার ওসি ফয়সল মো. আতিক বলেন, “চুরি-ছিনতাই ও মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। জনগণ চাইলে অপরাধীরা টিকতে পারবে না।”
এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিক জলিল বলেন, “ফুলবাড়িয়ার উন্নয়ন বহুদিন ধরে অবহেলিত। আমাদের দাবি শুধু রাস্তা নয়, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নও জরুরি।”
উপদেষ্টা অধ্যাপক আমির উদ্দিন বলেন, “যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার ব্যবস্থা বাড়াতে হবে। এ জন্য পৌর প্রশাসকের এ উদ্যোগ প্রশংসনীয়।”
অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা আব্দুল জলিল উল্লেখ করেন, “মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজকেও এগিয়ে আসতে হবে।”
সভায় নারী-পুরুষ মিলিয়ে অনেক এলাকাবাসী নানা সমস্যা তুলে ধরেন। অতিথিদের পক্ষ থেকে কয়েকটি সমস্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং চুরি-ছিনতাই নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।
যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করতে পৌর প্রশাসক অনুষ্ঠানে পাঁচটি ফুটবল উপহার দেন। তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণরা যদি মাঠে ব্যস্ত থাকে, তবে তারা কখনোই মাদকের পথে যাবে না।”