সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধিঃ তাং ২৪ মে ২০২৫ খ্রী.
শনিবার (২৪মে/২৫ খ্রী.) সকাল ১১:০০ টায় বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর অর্থায়নে এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর উদ্যোগে “একবার ব্যবহার্য প্লাস্টিকের অপকারীতা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বেলা’র পক্ষ থেকে প্রকল্পের লক্ষ্য ও পরিবেশগত প্রেক্ষাপট উপস্থাপন করেন বেলা’র ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন এসপিকে’র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, “একবার ব্যবহার্য প্লাস্টিক পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। এই ক্ষতিকর অভ্যাস পরিত্যাগ না করলে আগামী প্রজন্মের জন্য এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে।” তিনি শিক্ষার্থীদের প্লাস্টিক ব্যবহারে সচেতনতা এবং বিকল্প ব্যবহার গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীদের বজ্রমুষ্ঠি হাতে পরিবেশবান্ধব “প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ি” শীর্ষক শপথ পাঠ করানো হয়।