সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ৯ অক্টোবর ২০২৫ খ্রী.
“ভিক্ষুক মুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে” — এই শ্লোগানকে সামনে রেখে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক ও অসহায়দের মাঝে আয়বর্ধনকারী উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।
অনুষ্ঠানে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে কয়েকজন উপকারভোগীর মাঝে আয়বর্ধনকারী উপকরণ হিসেবে ছাগল প্রদান করা হয়। পাশাপাশি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৯ জন অসহায় ব্যক্তিকে তিন হাজার টাকা করে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একজনকে আট হাজার টাকা এবং দুইজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানকে ৩৬ হাজার ও ২৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ বলন, দেশব্যাপী
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি চলমান রয়েছে। মাদারগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা আমাদের লক্ষ্য। আমরা চাই, কেউ যেন হাত পেতে নয়, নিজের পরিশ্রমে জীবন গড়ুক।
অনুষ্ঠানে সমাজসেবা অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে আত্মনির্ভরশীলতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।
অনুষ্ঠানে ভিক্ষুক ও নদী ভাঙ্গন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এবং সেচ্ছাসেবী সংগঠনের দুই জনকে চেক বিতরণ ও অন্যান্যদের মাঝে দ্রব্য সামগ্রী, ছাগল, নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।