সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | তাং ১৪ অক্টোবর ২০২৫ খ্রী.
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খরকা বিলের পাড়ে লাগানো হচ্ছে এক হাজার গাছের চারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)–এর যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও নাদির শাহ বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের গ্রামীণ জীবনে যে পরিবর্তন আসছে, তা মোকাবেলায় গাছ লাগানো অত্যন্ত জরুরি।
খরকা বিলের পাড়ে এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল রহমান খালেক, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাহাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।
কর্মসূচির অংশ হিসেবে বিলের পাড় ঘেঁষে বিভিন্ন প্রজাতির মেহগনি ও অর্জুন গাছের চারা রোপণ করা হয়।
স্থানীয়রা জানান, এই উদ্যোগে খরকা বিলের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশ হবে আরও ভারসাম্যপূর্ণ।