বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ৪ নভেম্বর ২০২৫ খ্রী.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শাপলার কলি প্রতীকে নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নবেম্বর ) রাত ৭ টার সময় মাদারগঞ্জ উপজেলা শহরের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে আনন্দ উদযাপন করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র শাপলার কলি নিবন্ধন উদযাপনে কেক কাটা ও মিষ্টি বিতরণ কালে জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি) জামালপুর জেলা শাখার সদস্য ও মাদারগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়ার সভাপতিত্বে জামালপুর জেলা যুবশক্তি সংগঠক রুমন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, যুবশক্তি, জামালপুর জেলা শাখার যুগ্ন সদস্য সচিব আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবশক্তি, জামালপুর জেলা শাখার সিনিয়র সংগঠক সিয়াম আহম্মেদ, ছাত্র শক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার মোস্তাক আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফুর ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি এখন নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নতুন উদ্যমে জনগণের পাশে দাঁড়াবে। দুর্নীতি, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই দলের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে এনসিপি সত্যিকার অর্থে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে।
এ সময়ে জাতীয় নাগরিক পার্টি মাদারগঞ্জ এন.সি.পি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং দেশের জনগণের মঙ্গল কামনা করা হয়।