মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | তাং ১২ জানুয়ারি ২০২৬ খ্রী.
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাদারগঞ্জ উপজেলা, পৌর ও সকল কলেজ সমূহ আয়োজনে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জোড়খালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালনা শুরু করেন। অনুষ্ঠান টি উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল।
মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহাদ হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পদ কবির, সাবেক যুগ্ম সাধারণ ঢাকা কলেজ ছাত্রদল, দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি তিতুমীর কলেজ ছাত্রদল, আনিছুর রহমান, সাবেক সহ-সাধারন সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রদল, হুমায়ুন কবির সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল, মাহিন হাসান, যুগ্ম আহ্বায়ক তেজগাঁও কলেজ ছাত্রদল, জাকিরুল ইসলাম, আহ্বায়ক সদস্য, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল, হাসিবুল রহমান আসিফ, আহ্বায়ক শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ,আতিকুর রহমান আতিক, আহ্বায়ক সদস্য বাংলা কলেজ ছাত্রদল ও রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা ছাত্রদল, রাকিবুল ইসলাম বকুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল, নাজমুল হাসান সৌরভ, যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল, মোস্তাফিজুর রহমান হারুন, যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল, নাঈম ইসলাম, সদস্য মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল, জাহিদুল ইসলাম জাহিদ, আহ্বায়ক মাদারগঞ্জ পৌর ছাত্রদল, রাশেদুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ পৌর ছাত্রদল, আসাদুজ্জামান রাজু, আহ্বায়ক মাদারগঞ্জ এ এইচ জেড সরকারী কলেজ ছাত্রদল, কামরুল ইসলাম সভাপতি মাদারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদল, শামীম আহম্মেদ সাবেক মাদারগঞ্জ এ এইচ জেড সরকারী কলেজ ছাত্রদল।
এছাড়াও উপস্থিত উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ।