সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
মাদারগঞ্জ প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ
জামালপুরের মাদারগঞ্জে একটি সেতুর অভাবে দীর্ঘ তিন যুগ ধরে চরম দুর্ভোগে রয়েছেন অন্তত পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ি এলাকায় খালের ওপর সেতু না থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।
জানা যায়, জোড়খালী, খিলকাটি, হাটমাগুড়া, জামদহ ও ফুলজোড় গ্রামের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা জোড়খালী ইউনিয়ন পরিষদ থেকে খিলকাটি পর্যন্ত। কিন্তু মাঝখানে খাল থাকায় চলাচল প্রায় বন্ধ। বর্ষায় খেয়া নৌকা ভরসা, শুকনো মৌসুমে কাদা আর কষ্ট।

শিক্ষার্থী আল আমিন বলেন, “খাল পার হতে না পারায় স্কুলে নিয়মিত যেতে পারি না। অনেক সময় পরীক্ষাও মিস হয়ে যায়।” একই অভিযোগ কৃষকদের—ফসল বাজারে নিতে না পারায় হচ্ছে লোকসান। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।
সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, “শৈশব থেকে শুনছি এখানে ব্রিজ হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এলাকাবাসীর একটাই চাওয়া—একটা সেতু।”
ইউপি সদস্য আমিনুর রহমান আনিছ বলেন, “বছরের পর বছর কষ্ট পাচ্ছে কয়েক গ্রামের মানুষ। সরকার দ্রুত ব্যবস্থা নিলে সবাই উপকৃত হবে।”
ইউনিয়ন চেয়ারম্যান সুজা মিয়া বলেন, “চরগোলাবাড়িতে ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ব্রিজ না থাকায় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।”
উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, “জোড়খালী ইউপি অফিস–জেসি ভাইয়া–খিলকাটি সড়কে প্রায় ৩০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন। সয়েল টেস্টের প্রস্তুতি শুরু হয়েছে, সম্পন্ন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়রা আশা করছেন, বহু বছরের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত সেতুটি নির্মিত হলে মাদারগঞ্জ অঞ্চলের শিক্ষা, কৃষি ও যোগাযোগে নতুন গতি আসবে।