সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিনিধি | তাং ১২ আগস্ট ২০২৫ খ্রী.
মোহাম্মদ বাহাউদ্দিন বাহার মুন্সীগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) পদে পদোন্নতি পেলেন।
তিনি অত্র প্রতিষ্ঠানের সাবেক একাডেমিক কো অর্ডিনেটর এবং বয়েজ হোস্টেলের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। এছাড়া তিনি ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর সাধারণ সম্পাদক, এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর সাধারণ সম্পাদক এবং ঝিকুট ফাউন্ডেশন- এর পৃষ্ঠপোষকসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সাথে সম্পৃক্ত থেকে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা বিস্তার ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা তার দীর্ঘ ও বর্ণাঢ্য জীবন কামনা করি।