সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

News Headline :
জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ার ১০ ঘণ্টা পর অটোরিক্সা চালকদের ধর্মঘট প্রত্যাহার- সিরাজদিখানে শেষ হল হা-ডু-ডু ফাইনাল খেলা; বিজয়ী তাজপুর যুব সংঘ-. জামালপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন- ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ- জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জামালপুরে অপহৃত নারী সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে উদ্ধার- জামালপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার- জামালপুরে অবৈধ ব্যাটারি পোড়ানো কারখানা— নরুন্দিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও অবকাঠামো উন্নয়নের দাবিতে বিক্ষোভ মানববন্ধন- জামালপুরে জেলা প্রাণিসম্পদ অফিসারের পরিদর্শন-

সিরাজদিখানে দিন দুপুরে যুবককে গুলি করেছে দুর্বৃত্ত-

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি | তাং ২৬ আগষ্ট ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের গুলিতে জুনায়েদ সর্দার (২৩) নামের এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহত জুনায়েদ সর্দার জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ছাপরি মসজিদ এলাকার জুয়েল সর্দারের ছেলে ও বাসাইল ইউনিয়নের বিক্রমপুর মডেল টাউনের সুপারভাইজার হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো জুনায়েত তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিসে যাচ্ছিল। মঙ্গলবার বেলা ১২টার দিকে তার কর্মস্থল বিক্রপুর মডেল টাউন অফিস থেকে প্রায় ৩শ গজ দূরে চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজের ওপর পৌছালে একটি মোটরসাইকেলে যোগে তিনজন দুর্বৃত্ত জুনায়েদকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। একটি গুলি কোমরে আর দু‘পায়ে দুটি গুলি করে সরে যায় দূর্বৃত্তরা। স্থানীয়রা গুলি বিদ্ধ জুনায়েত সর্দারকে উদ্ধার করে প্রথমে নিমতলা নেয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিক্রমপুর মডেল টাউনের সহকারী এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন, সকালে অফিসে থাকাকালীন এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি যে আমাদের সুপারভাইজারকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। তাঁকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পিছন থেকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

বিক্রমপুর মডেল টাউনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী বলেন, ‘আমাদের সুপারভাইজার জুনায়েদের কোমরে একটি গুলি ও দুই পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বললে জানা যাবে কারও সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব ছিল কি না।’

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। যতটুকু জেনেছি জুনায়েদ সর্দার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। একটি কোমরে ও দু‘পায়ে দুটি গুলি লেগেছে । ওই কোম্পনীর আভ্যন্তরিন কোন্দলের কারনে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০