সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.
ছাত্র শিশু গণহত্যার সহযোগী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ুরী হিজড়ার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদারগঞ্জ থানার সামনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ও ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাবন্য রহমান এর সঞ্চালনায় বিন্দি @ বিদ্যুৎ, নুপুর, রুমি, মুন্নি, তিথি, বেবি, মোহনা, মেঘলা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সুসমিতা, সকাল, রাবিনা, সুমন ও প্রায় অর্ধশতাধিক হিজড়া সদস্য সহ বিভিন্ন ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন এ বক্তারা তাদের বক্তব্য জানান, হিজড়া সম্প্রদায়ের বিন্দিকে অপহরণ করে অমানবিক নির্যাতন করে আরিফা ইয়াসমিন ময়ুরী হিজড়া। পরবর্তীতে তারা কোর্টে মামলা দায়ের করলে আদালত পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন৷ পিবিআই পুলিশের তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন পাঠালে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ২ এর বিচার মো: শহিদুল ইসলাম গ্রেফতারী পরোয়ানা জারী করেন। তাই অতি দ্রুত আরিফা ইয়াসমিন ময়ুরীর গ্রেফতারের দাবী জানান বক্তারা।
এ দিকে কথা হলে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, ওয়ারেন্ট হয়েছে শুনেছি। এখন পর্যন্ত থানায় ওয়ারেন্ট এর কাগজ আসেনি। থানা ওয়ারেন্ট আসা মাত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব।