সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

News Headline :
জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ার ১০ ঘণ্টা পর অটোরিক্সা চালকদের ধর্মঘট প্রত্যাহার- সিরাজদিখানে শেষ হল হা-ডু-ডু ফাইনাল খেলা; বিজয়ী তাজপুর যুব সংঘ-. জামালপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন- ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ- জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জামালপুরে অপহৃত নারী সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে উদ্ধার- জামালপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার- জামালপুরে অবৈধ ব্যাটারি পোড়ানো কারখানা— নরুন্দিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও অবকাঠামো উন্নয়নের দাবিতে বিক্ষোভ মানববন্ধন- জামালপুরে জেলা প্রাণিসম্পদ অফিসারের পরিদর্শন-

১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেল শিক্ষক-শিক্ষার্থীরা-

নিজস্ব প্রতিবেদক | ৭ আগস্ট ২০২৫ খ্রী.

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামে অবস্থিত ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি হঠাৎ ভেঙে পড়ায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি।

ঘটনাটি ঘটে আজ (বুধবার) সকালবেলায়, যখন শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিলেন। হঠাৎ বিকট শব্দে ভবনের ছাদের একাংশ ও বিম ভেঙে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান।

ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে ছিল আগাম শঙ্কাঃ
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। ছাদ ও দেয়ালে ছিল স্পষ্ট ফাটল, ছিল ধসে পড়ার আশঙ্কা। বারবার জানানো হলেও সংস্কার বা নতুন ভবন নির্মাণে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

দুর্ঘটনার পরপরই অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে কেউ নজর দেয় না। আজ যদি কারও প্রাণ যেত, তখন কি জবাব দিত প্রশাসন?”

শিক্ষকদের পাঠদান চালিয়ে যেতে অস্বীকৃতিঃ
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান সম্ভব নয়। তারা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রশাসনের হস্তক্ষেপ দাবিঃ
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে, এখনো কোনো প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শনে আসেননি বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, শিশুদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করতে হবে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০