সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি | ১৬ জুলাই ২০২৫ খ্রি.
১৭ বছরেও সংস্কার হয়নি বগাবাইদ স্কুলের পাশের রাস্তা, দুর্ভোগে শিক্ষার্থীসহ হাজারো মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত পানি, বিপাকে স্কুলপড়ুয়া শিশুরা।
জামালপুর পৌরসভার বগাবাইদ গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছরেও সংস্কারের মুখ দেখেনি। সড়কটির পাশেই রয়েছে বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তাটির বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় প্রায় দুই হাজার বাসিন্দাকে।

স্থানীয়রা জানান, বগাবাইদ থেকে পশ্চিম বগাবাইদ মেইন রোড পর্যন্ত বিস্তৃত রাস্তাটি বৃষ্টির সময় জলাবদ্ধতায় হাঁটু পর্যন্ত পানিতে ডুবে থাকে। কাদা ও পিচ্ছিল জায়গায় চলতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হচ্ছে। অনেকের বইপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তার এমন দুর্দশা, অথচ কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। বর্ষাকালে ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানোই দুরূহ হয়ে পড়ে।”

স্থানীয়রা জানান, এই দীর্ঘ সময়ের মধ্যে রাস্তা মেরামতের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ প্রতিদিনই এলাকাবাসী, শিক্ষার্থী, এমনকি যানবাহনও চলাচল করে এই পথ দিয়ে।
ভুক্তভোগীদের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে পাকা করার ব্যবস্থা নেওয়া হোক, যেন দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মেলে।