April 29, 2025, 11:28 pm
সাতক্ষীরা প্রতিনিধিঃ গেল ৫ আগষ্ট ছাত্রজনতার গন অভ্যুথানে ক্ষমতাচ্যুত হয়ে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যায়। কিন্তু দোসর নজরুল প্রকাশ্যে থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে । তবে কার ইন্ধনে স্বৈরচারের দোসর নজরুল এখনও বহালতবিয়াতে এটা নিয়ে রয়েছে জনমনে নানা প্রশ্ন?অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময়ে জাতীয় পার্টির সভাপতির পদ নিয়ে দাঁপিয়ে বেড়ানো নজরুল বর্তমানে তালা উপজেলার মানুষের মাঝে চক্র ঘুরাচ্ছে। তার এমন আচারনে হতভম্ব হয়েছে এলাকার মানুষ।
স্থানীয়রা জানান , বিগত দিনে নজরুল ইসলাম তালায় একক আধিপত্য বিস্তার করতেন। তার অত্যাচারে মানুষ দিশেহারা ছিলো। তার অপকর্ম নিয়ে কেউ কথা বললে তাকে নানা ভাবে হয়রানী করেছেন তিনি । বর্তমানে তিনি বিএনপি’র মধ্যে ঢুকে পড়ার চেষ্টা অব্যাহত রেখে তরুন বিএনপি নেতাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে চলেছেন । বর্তমানে তালার জনপদে আতংকের নাম এখন নজরুল।
নাম না জাননোর শর্তে স্থানীয় কয়েকজন বিএন পি নেতা জানান, বিগত দিনে নজরুল ইসলামের নামে একাধিক মামলা রয়েছে। তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে খাবার সরবরাহ করেন তিনি। নামে মাত্র খাবার দিয়ে কৌশালে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমান অর্থ।
অভিযোগ রয়েছে, উচ্চ আদালতে মামলা করে তিনি দরপত্র স্থগিত করে রাখেন। যে কারণে অন্যরা এই দরপত্রে অংশ গ্রহন করতে পারে না। একাধারে তিনি স্বাস্থ্য খাতের একক আধিপত্য বিস্তার করে আসছেন। এনিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ হলেও সংশ্লিষ্ট দপ্তর কোন ব্যবস্থা নেয়নি।এদিকে অস্ত্রসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পূর্ববাংলা কমিউনিষ্টপার্টির আঞ্চলিক প্রধান আরশাফ এলাকায় ফিরে তার আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। এসব চিহ্নিত সন্ত্রাসীর গডফাদার হিসেবে এলাকায় পূর্বের ন্যায় আবারও পরিচিত করছে নজরুল ইসলাম। এছাড়া নজরুলের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এলাকার মানুষের মাঝে নজরুল ইসলাম মামলাবাজ হিসেবে পরিচিত। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মামলাসহ নানা ভাবে হয়রানি করেছেন তিনি। সম্প্রতি তাকে গ্রেপ্তারের দাবীতে তালা উপ-শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভুক্তভোগি এলাকাবাসি। তারা অবিলম্বে স্বৈশাষক শেখ হাসিনার দোসর নজরুল ইসলামের গ্রেপ্তারের দাবী জানান তারা।
বিষয়টি নিয়ে তার সাথে একাধিক বার যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেন নি।