মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে সজল মিয়া (২১) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সজল মিয়া ওই ইউনিয়নের কালিবাড়ি এলাকার শামীম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকী এ রায় প্রদান করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন, প্রধান শিক্ষক সুমনুর রহমান ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর তিনজন ছাত্রী সজল মিয়ার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরও তিনি একই কায়দায় তাদের হয়রানি চালিয়ে যান। পরে শিক্ষার্থী ও এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।
রায় ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকী বলেন, “বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানাবে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন বলেন, “শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রশাসনের সহযোগিতা নিয়েছি। আশা করি ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।”