সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিনিধি | তাং ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.
মুন্সিগঞ্জ বিক্রমপুরের জনপ্রিয় দৈনিক সভ্যতার আলো পত্রিকার ১০বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবে পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আনিছুর রহমান রুবেলের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান থানার উপ পরিদর্শক মোঃ রাকিব মোল্লা, দৈনিক খবরের সিরাজদিখান প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, রিয়াজ মাহমুদ মান্নান, ঢাকা টাইমস-এর সিরাজদিখান প্রতিনিধি মো. রুবেল বেপারী, সাংগঠনিক সম্পাদক আজাদ বিন নাদভী, দপ্তর সম্পাদক আজিম হাওলাদার, বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি হাবিব হাসান, দৈনিক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি নাদিম হায়দার, প্রতিদিনের কাগজের সিরাজদিখান প্রতিনিধি কৌশিক মণ্ডল আকাশসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজদিখান প্রেসক্লাব, সিরাজদিখান থানা, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোস্তফাগঞ্জ মাদরাসায় প্রায় ১২০টি ফলের চারা বিতরণ করা হয়।