সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.
জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিটি মেডিকেল হল ও আলম মেডিকেল হলে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় শহরের স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সাথে ছিলেন জেলা ব্যাটলিয়ন (আনসার) সদস্যরা।

এ সময় শহরের বিভিন্ন বাজারে কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ওষুধের মুল্য তুলে ফেলে বিক্রয়ের অভিযোগে মেসার্স আলম মেডিকেল হলকে ৩হাজার ও ইন্ডিয়ান পণ্যে ২নাম্বার খুশকি নাশক শ্যাম্পুর বোতল বিক্রি এবং বিভিন্ন মেয়াদোত্তির্ণ মুখের ক্রীম প্রদর্শনের অপরাধের জন্য সিটি মেডিকেল হলের সিটি এক্সক্লুসিভকে ৫হাজার টাকা মোট ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, বাজারের মুল্য পরিস্থিতি যাচাই করা হয় ও সাধারন ব্যাবসায়িদেরকে আইন মেনে এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি নিজেই ক্রেতা হয়ে শ্যাম্পু ক্রয় করেছিলাম। শ্যাম্পুটি ২ নাম্বার মনে হয়েছে তাই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।