সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি | তাং ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর (রসুলপুর) গ্রামের রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনের প্রধান সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রায় ৬০০ মিটার দীর্ঘ এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি খুবই গুরুতাবপূর্ন। সতুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও রসুলপুর তাহেরুন্নেছা হাফেজিয়া মাদ্রাসা এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারো মানুষ যাতায়ত করে।
কিন্তু সড়কের বেহাল দশায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রায় ৬০০ মিটার রাস্তাটি কাদা, বড় বড় গর্ত ও খানা-খন্দ তৈরি হয়েছে। কোথাও জমে আছে পানি, কোথাও আবার কাদার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুল ইসলাম অহিদ বলেন, ‘শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিদিন এই সড়ক দিয়েই চলাচল করতে হয়। কিন্তু বেহাল এ অবস্থার কারণে সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই অবিলম্বে সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল্লাহ, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রসিদ তালুকদার, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রউফসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিরাজদিখান উপজেলা ইউএনও শাহিনা আক্তার বলেন, ‘রাস্তার বিষয়টি আমি অবগত আছি। খুব শীঘ্রই কোন একটি বরাদ্ধ থেকে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করব।’