সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
জামালপুর জেলা প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ
“অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র ও একটি পরিপূর্ণ জীবনের জন্য—গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও”—এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফুলবাড়ীয়া পিটিআই গেইট এলাকায় “ধরিত্রী রক্ষায় আমরা ধরা”–এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে এতে সহযোগিতা করে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতি, সবুজ দেশ মহিলা কল্যাণ সমিতি ও প্রগতি কৃষি উন্নয়ন সংস্থা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে যোগ দেন।
মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আমির উদ্দিন, গবেষক মোহাম্মদ মশিউর আলম বাবলু এবং জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি সাইদা বেগম শ্যামা।

0-0x0-1-0-{}-0-0#
এছাড়া আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ এমদাদুল হক, সাংবাদিক মোঃ আল আমিন, সেলিম আহমেদ, সবুজ দেশ মহিলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফরোজা পারভীন, প্রগতি কৃষি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামসহ সোনাকাতা উন্নয়ন দল ও কেন্দুয়া ইয়াসিন পাড়া উন্নয়ন দলের সদস্যরা অংশ নেন।

বক্তাদের বক্তব্যঃ
বক্তারা বলেন, বিশ্বজুড়ে চলছে গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলা। এতে মৌলিক অধিকার, কর্মসংস্থান, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা মারাত্মক হুমকির মুখে। মানবিক ও ন্যায়সম্মত সমাজ গঠনে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ গড়ে তোলা জরুরি।
তাদের মতে, টেকসই উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষও জানান, দেশের ভেতরে বৈষম্য, কর্মসংস্থানের সংকট ও ন্যায়বিচারের অভাব যেমন প্রকট, আন্তর্জাতিক পরিসরেও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। তাই প্রতিটি মানুষকে অন্যায়-অন্যায্যতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, মানবাধিকার, কর্মসংস্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সাময়িক নয়—এটি দীর্ঘমেয়াদি সংগ্রাম। ন্যায়ভিত্তিক বিশ্ব গড়তে হলে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।