মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
জামালপুর সদর থানার গেইটপাড় এলাকা থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর।
র্যাব জানায়, শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সদর উপজেলার ৭নং ওয়ার্ডের গেইটপাড় এলাকায় ছানোয়ার সুইটস এন্ড রেস্টুরেন্টের পশ্চিম পাশে রাস্তার উপর এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মুকুল মিয়া (৪৬)। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার বাসিন্দা। তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।