সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
চাইল্ড সিটিতে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান
জামালপুর প্রতিনিধি │ ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.
“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) জামালপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উন্নয়ন সংঘের পর্যটন কেন্দ্র চাইল্ড সিটিতে প্লাস্টিক ও পলিথিন অপসারণ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। সমন্বয়ের দায়িত্বে ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এসময় উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ধান শালিক সংগঠনের সভাপতি শামীম আহমেদসহ উন্নয়ন সংঘের অর্ধশতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

প্রায় আট একর জায়গাজুড়ে ছড়িয়ে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে অপসারণ করা হয়। অভিযানের পূর্বে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ বলেন, “পর্যটন শিল্পকে সমৃদ্ধ ও আকর্ষণীয় করতে হলে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। প্লাস্টিক ও পলিথিন শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যঝুঁকিরও কারণ। তাই আমাদের চিন্তা ও চেতনায় এগুলোর ব্যবহার বর্জনে দৃঢ় হতে হবে।”