সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ১০ অক্টোবর ২০২৫ খ্রী.
জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্দেশনায় আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারপত্র বিতরণ করা হয়।

পুরাতন পৌরসভা গেট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের মাঝে বিএনপির নেতাকর্মীরা এই প্রচারপত্র বিতরণ করেন।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রমজান আলী রঞ্জু এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হুদা ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক রিমন নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে জেলা ও শহর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।