সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ১৪ অক্টোবর ২০২৫ খ্রী.
হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া ফকিরবাড়ি এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, “জনগণের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি সবসময়ই অসহায় মানুষের পাশে ছিল এবং থাকবে। এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগণের নিরাপদ পানি প্রাপ্তির সুযোগ আরও বাড়বে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মো. সফিউর রহমান সফি, সভাপতি, জামালপুর সদর উপজেলা বিএনপি, মো. রহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা বিএনপি; মোছা. সেলিনা বেগম, সভাপতি, জামালপুর জেলা মহিলা দল, মোহাম্মদ মোকছেদুর রহমান হারুন, জামালপুর সদর উপজেলা বিএনপি, মো. মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব, জামালপুর জেলা তাঁতীদল,
মো. সোলায়মান কবির, সভাপতি, জামালপুর সদর উপজেলা তাঁতীদল।

বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে এলাকার বহু পরিবার সুপেয় পানির সুযোগ পাবে। তাঁতীদলের এই মানবিক উদ্যোগ সামাজিক সংহতি ও দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সুপেয় পানির সংকট ছিল। এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে এবং জননেতা অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে মো. ইমামুল হাসান, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদল এর সঞ্চালনায় ১১টি হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।