মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ৫ নভেম্বর ২০২৫ খ্রী.
জামালপুরের শরিফপুরে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ স্টুডেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের (এসপিকে) আয়োজনে, জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান এম. এইচ. মজনু মোল্লা। প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা’র জামালপুর জেলা সভাপতি মাহবুবুর রহমান মহাব্বত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পলিথিনের ক্ষতিকর প্রভাব ও বিকল্প ব্যবহারের উপায় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন এসপিকে’র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।
ক্যাম্পেইনে এসপিকে ইউথ গ্রুপের সদস্যসহ প্রতিষ্ঠানের প্রায় ৬৫ জন শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ, অংশগ্রহণ করে।

পলিথিনমুক্ত পরিবেশ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় ক্যাম্পেইনে।