মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ৫ নভেম্বর ২০২৫ খ্রী.
জেন্ডার স্টেরিওটাইপ ভাঙা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টা ৩০ মিনিটে এসপিকে হলরুমে আয়োজিত এই সমাবেশে সমাজের বিভিন্ন উন্নয়ন দলের নারী সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসপিকে’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এম এইচ মজনু মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে এম এইচ মজনু মোল্লা বলেন, “সমাজে বিদ্যমান জেন্ডার স্টেরিওটাইপ ও কুসংস্কার ভাঙতে হলে সবাইকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা জরুরি।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার জানান, এসপিকে নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সমাবেশ সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
সমাবেশটি সঞ্চালনা করেন এসপিকে’র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। এতে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইয়াসিন পাড়া, সোনাকাতা মধ্যপাড়া, সোনাকাতা পূর্বপাড়া, সোনাকাতা খালপাড়া ও পারপাড়া উন্নয়ন দলের সদস্যরা। তারা নিজ নিজ এলাকায় নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।