মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
“মনোনয়ন পাওয়ার পর দলীয় কর্মীদের ঐক্যের আহ্বান শেখ মোহাম্মদ আবদুল্লাহর”
মুন্সিগঞ্জ প্রতিনিধি | ৫ নভেম্বর ২০২৫ খ্রী.
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মোড়ে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর হোসেন খান, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব সাহাদাত সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাশেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখোয়াত হোসেন জয়, কেয়াইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ সুজনসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, “আমরা কেউ নেতা নই, সবাই কর্মী। আমাকেও নেতা বলবেন না, আমিও কর্মী। আপনারা বলেছিলেন আমি যেন মনোনয়ন এনে দিই— আমি কথা রেখেছি, এখন আপনাদের কথার পালা। কর্মী হয়ে মা-বোনদের দুয়ারে পৌঁছে যাবেন, ধানের শীষের বিজয়ের জন্য ভোট চাইবেন।”
তিনি আরও বলেন, এবারের ৭ই নভেম্বর ভিন্নভাবে ও তাৎপর্যপূর্ণভাবে পালন করতে হবে।
চাইলে আমি এই প্রতিবেদনের সঙ্গে একটি সংক্ষিপ্ত সাবহেডলাইন (যেমন: “মনোনয়ন পাওয়ার পর দলীয় কর্মীদের ঐক্যের আহ্বান শেখ মোহাম্মদ আবদুল্লাহর) যোগ করে দিতে পারি — যুক্ত করব?