মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
মাদারগঞ্জ প্রতিনিধি | ৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারের পূর্ব পাশে ভুরভুরা বিলের উপর স্থায়ী ফকিরবাড়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
৩৭ বছর ধরে অবহেলিত এই অঞ্চলের আট গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগে রয়েছেন। একসময় এ পথে ছিল কাঠের ব্রিজ, তারও আগে বাঁশের সাঁকো। কিন্তু দীর্ঘদিন আগে ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে আর কোনো স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে।

গ্রামবাসীরা জানান, প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষকে বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হয়। বছরের পুরো সময়জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
মানববন্ধনে বক্তব্য রাখেন— ইউপি সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু, স্থানীয় সমাজসেবক রাসেদ খান রিটু, তাহেরুল ইসলাম, আকাশ হোসেন ও দুলাল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, “৭০-৮০ বছরের পুরোনো এই রাস্তাটির এখন আর কোনো অস্তিত্ব নেই। বহুবার দাবি জানালেও প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যায়নি। আমরা দ্রুত একটি স্থায়ী সেতু ও রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, এ সেতুটি নির্মাণ হলে স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ হবে, শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারবে এবং এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ— ভুরভুরা বিলের উপর দ্রুত ফকিরবাড়ী ব্রিজ নির্মাণ করে এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।