মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ৭ নভেম্বর ২০২৫ খ্রী.
জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে শহরের ফৌজদারি চত্বরে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি জাতিকে নতুনভাবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ করেছিল।

সমাবেশ শেষে ফৌজদারি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা চত্বরে গিয়ে শেষ হয়।