মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ৮ নভেম্বর ২০২৫ খ্রী.
জামালপুরের মাদারগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলান্দহ ও মাদারগঞ্জের জননন্দিত নেতা, জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় সংহতির চেতনা আজও আমাদের প্রেরণার উৎস। বিএনপি সেই চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আছে এবং থাকবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
তিনি আরও বলেন, “৭ নভেম্বরের চেতনা হচ্ছে জনগণের ঐক্য ও জাতীয় স্বাধীনতা রক্ষার অঙ্গীকার। বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি জনগণের পাশে রয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন।”
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।