মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি | তাং ১৪ নভেম্বর ২০২৫ খ্রী.
জামালপুর মেলান্দহের বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার, ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ১৯৭১ সালের ব্যাচের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী এবং জামালপুরের সাহিত্য আকাশের উজ্জ্বল নক্ষত্র আশরাফুল মান্নান আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার রাত আটটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে সাহিত্য মহলসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ছোট-বড় সবার হৃদয় জয় করা এই প্রিয় ছড়াকার দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তাঁর ছড়া, কবিতা ও সাহিত্যচর্চা পাঠকসমাজকে যেমন মুগ্ধ করেছে, তেমনি অনুপ্রাণিত করেছে নতুন প্রজন্মকে।
ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ১৯৭১ সালের এসএসসি ব্যাচের একজন গর্বিত ছাত্র হিসেবে আশরাফুল মান্নান তাঁর সৃজনশীলতা, মানবিকতা ও সদাচরণের মাধ্যমে সমাজে রেখে গেছেন স্থায়ী ছাপ। তিনি ছিলেন এলাকার উন্নয়ন ও মানবিক সহযোগিতায় সদা-সক্রিয় একজন নিবেদিত ব্যক্তিত্ব।

পরিবার, সহকর্মী কবি, শিক্ষক, সংস্কৃতি অঙ্গনের কর্মী এবং তাঁর অসংখ্য পাঠক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সবাই জানিয়েছেন—“তাঁর মতো মানুষ খুব সহজে পাওয়া যায় না।”
স্থানীয় সাহিত্য অঙ্গনের বর্ষীয়ানরা বলেছেন—
“তিনি ছিলেন জামালপুরের সাহিত্যজগতের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে আমরা এক মহান স্রষ্টা, একজন পরোপকারী মানুষ এবং এক মূল্যবান আলোকবর্তিকা হারালাম।”
আজ এই গুণী মানুষের দেহ চিরনিদ্রায় শায়িত হলেও তাঁর সৃষ্টি, তাঁর ছড়া, তাঁর সাহিত্য, তাঁর শিক্ষা এবং তাঁর মানবিকতা চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।