মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ২ জানুয়ারি ২০২৬ খ্রী.
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জামালপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ এশা জামালপুর শহরের শফীর মিয়ার বাজার মোড়স্থ বিএনপির পার্টি অফিস সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর আগে স্থানীয় একটি মাদ্রাসার হাফেজদের মাধ্যমে কুরআন খতম সম্পন্ন করা হয়।
দোয়া ও কুরআন খতম মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশপ্রেমের নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবাহান। এ সময় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক।

দোয়া মাহফিলে জেলা শ্রমিক দলের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্টেশন বাজার জামে মসজিদের খতিব বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।