May 1, 2025, 4:37 pm
আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে (কালিঞ্চী) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অমুসলিমদের দের মাঝে কম্বল বিতরণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৯ নং ওয়ার্ডে জামায়াতের সভাপতি মোঃ আনারুনুর ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুর রহমান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান এসময় তিনি বলেন নাগরিক অধিকারের ক্ষেত্রে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
দেশের অমুসলিম নাগরিকদের জানমাল, ইজ্জতের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং নাগরিক ও আইনানুগ অধিকার সংরক্ষণ করা হবে।
সার্বিক কল্যাণ ও উন্নতি সাধন এবং অমুসলিম ও উপজাতীয়দের স্বতন্ত্র জাতিসত্তার মর্যাদা রক্ষাসহ শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা শাহীদুজ্জামান, নূরনগর ইউনিয়ন মিডিয়া প্রতিনিধি আবু হাসান,৯ নং ওয়ার্ডের
সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ মহাজন,সেক্রেটারি মোঃ জাবের ঢালী,বাইতুল মাল সম্পাদ মোঃ ফজলুল হক মহাজন এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।