April 30, 2025, 12:18 am
আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
নতুন ভোটার তালিকা হালনাগাদ এর অংশ হিসেবে নূরনগর ছবি ও ফিঙ্গারপ্রিন্টসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি উঠানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ছবি তোলার কার্যক্রম চলছে আগামীকাল ও চলবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ছবি উঠানো কার্যক্রম। এ নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ৪ নং নূরনগর ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বর্তমানে ডিজিটাল যন্ত্রপাতির সাহায্যে দ্রুত ও সুষ্ঠুভাবে ছবি তুলবে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ছবি তুলতে আশা ভোটাররা।
নতুন ভোটারদের মধ্যে ছবি তোলার জন্য উৎসবের আমেজ লক্ষ করা গেছে। এসময় ৪ নং নূরনগর ইউনিয়ন পরিষদের নতুন ভোটারদের ছবি উঠানোর কার্যক্রম পরিদর্শন করেন নূরনগর ইউনিয়ন জামাতের ইসলামের যুব বিভাগের সভাপতি মোঃ হাসানুল বান্না সেক্রেটারি মোঃ আবু রাসেল রাজু মিডিয়ার প্রতিনিধি ও ৪ নং ওয়ার্ড জামায়াতে সেক্রেটারি আবু হাসান ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মৌলবী নাজমুল হোসেন, ছাত্র প্রতিনিধি গোলাম মোস্তফা । এ সময় উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন —৪ নং নূরনগর ইউনিয়ন ইউপি ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন মন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন— ১ নং ওয়ার্ড ইউপি মোবারক হোসেন লাচ্ছু, ২নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম দোলনা,৪,৫,৬ নাজমা বেগম প্রমুখসহ এ কার্যক্রমের ডাটা এন্টি্র অপারেটর টিম লিডার মোঃ রানা বাবু, সহ ডাটা এন্টি্র অপারেটরগন উপস্থিত ছিল।