May 3, 2025, 1:34 pm
নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা শ্রমিকদলের আয়োজনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিকদের অধিকার রক্ষা ও জীবন যাত্রার মান উন্নয়নে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ভূমিকা শীর্ষক আলোচনা সভা ২মে (শুক্রবার) জামালপুর শফিমিয়ার বাজার সংলগ্ন জেলা বিএনপির অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমজীবী মানুষের বিশ্বস্ত অভিভাবক ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক, ও জামালপুর জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, শেখ মো: আব্দুস সোবহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের গণ মানুষের প্রাণপ্রিয় নেতা জামালপুর সদর ৫ আসনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, কেন্দ্রীয় বিএনপি”র সহ: সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, এড: শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহঃ সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুূদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মমিন আকন্দ কাওসার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, শহর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হাসান জনি প্রমুখ।
জামালপুর জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক বাবু জীবনকৃষ্ণ বসাক এর সঞ্চালনায় জামালপুর সদর, সহ সকল উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।