সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, তাং ৮ জুলাই ২০২৫ খ্রী.
বর্ণাঢ্য আয়োজনে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো দোস্ত এইডের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।
মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, UNIW-এর কাউন্সিল মেম্বার আবু বকর মাহমুদ নিয়াজ এবং ড. মোকতার আলাশরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, আন্তর্জাতিক অতিথি উবাইদে চানাকজি, আদিল ইরানগুনালি, মুহাম্মদ হুসাইন আকটা, হালিত ইসাগলু, মাহফুজ নাফিজ কাদিনান, মুসাব কাদিনান, হাদিয়েত ওগুজহান, IIFSO-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক জেলা প্রধান ফারুক হোসেন, সূর্য তোরণ নির্বাহী পরিচালক খোরশেদ আলম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

প্রধান বক্তা দোস্ত এইডের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম চৌধুরী তার বক্তব্যে বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সন্তানদের প্রস্তুত করতে হবে। এজন্যই আমরা এই শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছি যাতে এতিম ও প্রান্তিক শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে।”
তিনি জানান, সারাদেশে উল্লেখযোগ্য সংখ্যক এতিম শিক্ষার্থীকে নিয়মিত মাসিক বৃত্তি প্রদান করা হয় এবং প্রতিটি অনুষ্ঠানে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়।
আন্তর্জাতিক অতিথিদের প্রশংসা:
IIFSO-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “দোস্ত এইড শুধু সহায়তা নয়, ভালোবাসা, সম্মান ও আত্মবিশ্বাসও বিলিয়ে দেয়। এমন কার্যক্রম তরুণদের আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নেয়।”

UNIW-এর কাউন্সিল মেম্বার আদিল ইরানুগালি বলেন,
“দোস্ত এইডের স্বচ্ছতা ও পেশাদারিত্ব আন্তর্জাতিক মহলে প্রশংসিত। এর কার্যক্রমকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আরও বিস্তৃত করা সম্ভব।”
প্রশাসনের অভিমত:
জেলা প্রশাসক হাসিনা বেগম দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জামালপুরের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে দোস্ত এইড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন প্রকল্পে ধারাবাহিকতা রক্ষা জরুরি।”

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন,
“আন্তর্জাতিক প্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি দোস্ত এইডের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ।”
শিক্ষাবৃত্তি বিতরণ:
অনুষ্ঠানে ১৫৩ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৯,১৮,০০০ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
সংস্থার প্রেক্ষাপট:
২০১৮ সালে প্রতিষ্ঠিত দোস্ত এইড বর্তমানে এসডিজির বিভিন্ন লক্ষ্য পূরণে কাজ করছে। তারা দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, গৃহনির্মাণ, শিক্ষা সহায়তা ও মানবিক সেবামূলক অসংখ্য প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য অবদান রেখেছে।