মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ১৮ জুলাই ২০২৫ খ্রী.
জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণে জামালপুর জেলা বিএনপির আয়োজনে শোকসভা, দোয়া মাহফিল এবং শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই শুক্রবার বিকেলে জামালপুর জেলা পরিষদ অডিটরিয়ামের প্রাঙ্গণ থেকে এক শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাল তলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পূর্বে সেখানে সংক্ষিপ্ত শোকসভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজীব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা, যার মধ্যে উল্লেখযোগ্যঃ সহ-সভাপতি মো. সফিউর রহমান শফি, মো. লিয়াকত আলী, এডভোকেট মো. ফজলুল হক, যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, ছাত্রদল সভাপতি মো. আতিকুর রহমান সুমিল, জেলা ও শহর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভায় বক্তারা আওয়ামী সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর “নির্মম দমন-পীড়ন ও শহীদদের হত্যার” তীব্র নিন্দা জানান এবং শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।